Search:
ক্যান্সার কোষ আমাদের সবার দেহেই আছে। কিন্তু তা নিজে থেকেই সক্রিয় হয় না। এসব কোষকে যেসব উপাদান সক্রিয় করে, সেই তালিকায় সবার ওপরে আছে কার্বোহাইড্রেড (সাদা আটা বা ময়দা, সাদা চাল যা শরীরে গিয়ে ফ্যাট তৈরি করে, চিনির কাজ করে) ও চিনিসমৃদ্ধ খাবার (আইসক্রিম), কৃত্রিমভাবে তৈরি চিনি (সুইটেনার), ওমেগা সিক্স (Omega - 6) সমৃদ্ধ তেল, হাইড্রোজেন দিয়ে পরিশুদ্ধ সয়াবিন তেল, জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম বা জিএমও ফুড, জিএমও ফলাতে ব্যবহৃত কীটনাশক, জিএমও খাবার দিয়ে চাষ করা মাছ, গরুর মাংস ইত্যাদি।